2x গুন করে নিন আপনার Mozilla Firefox এর গতিকে

পোস্ট করেছেন Md.Kawsar , শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১০ ৩:৫৫:০০ PM


আমরা সাধারণত প্রায় সবাই মজিলা ফায়ারফক্স ব্যবহার করি। কারণ ইহা সবথেকে ভালো। কিন্তু আমরা কী ফায়ারফক্স কে সর্বউত্তম ভাবে ব্যবহার করি? আমরা কী ইহার খুব ভালো গতি পাই? পাই না। তাহলে কেন এই ফায়ারফক্স ব্যবহার করি? আপনি যদি এরকম অসনতুস্ট হন। তাহলে দিগুন করেনিন আপনার মজিলা ফায়ারফক্স কে।
প্রথমে ফায়ারফক্স ওপেন করুন, আর যদি ওপেন করা থাকে তা হলে একটি New Tab খুলুন এবং এর এড্রেস বারে টাইপ করুন about:config তারপর এন্টার দিন।

এরকম একটি সতর্ক বার্তা আসবে । I`ll be careful, I promise! বাটন এ ক্লিক করুন।
নতুন একটি লিস্ট আসবে। এখন Filter: নামক বারে network.http.p লিখুন।

“network.http.pipelining”—————–> true
Set “network.http.proxy.pipelining”———-> true
Set “network.http.pipelining.maxrequests—> 30
এসব set করতে ঐ গুলার উপর ডাবল ক্লিক করুন।
এখন আবার Filter: বার এ network.dns.disableIPv6
এবং network.dns.disableIPv6——————> true করে দিন।
তারপর উইন্ডোর যে কোন জায়গায় মাউস এর রাইট বাটন ক্লিক করে New-> Integer সিলেক্ট করে nglayout.initialpaint.delay নাম দিয়ে ভ্যালু 0 দিন।
একইভাবে
New > Boolean সিলেক্ট করে খালি বক্সে content.notify.ontimer টাইপ করে OK করুন এবং True সিলেক্ট করে OK করুন।
New > Boolean সিলেক্ট করে খালি বক্সে content.interrupt.parsing টাইপ করে OK করুন এবং True সিলেক্ট করে OK করুন।
New > Integer সিলেক্ট করে খালি বক্সে content.notify.interval টাইপ করে OK করুন এবং 750000 টাইপ করে OK করুন।
New > Integer সিলেক্ট করে খালি বক্সে content.max.tokenizing টাইপ করে OK করুন এবং 2250000 টাইপ করে OK করুন।
New > Integer সিলেক্ট করে খালি বক্সে content.notify.backoffcount টাইপ করে OK করুন এবং 5 টাইপ করে OK করুন।
New > Integer সিলেক্ট করে খালি বক্সে content.switch.threshold টাইপ করে OK করুন এবং 750000 টাইপ করে OK করুন।
এখন আপনার মজিলা restart দিন এবং উপভোগ করুন দিগুন গতি।

0 Response to "2x গুন করে নিন আপনার Mozilla Firefox এর গতিকে"

একটি মন্তব্য পোস্ট করুন