আপনার ব্লগ অথবা ওয়েব সাইটে লাইভ চ্যাট সংযুক্ত করুন

পোস্ট করেছেন Md.Kawsar , শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১০ ৫:৪৬:০০ PM

আজ আমি আপনাদের ওয়েব সাইটে কি ভাবে খুব সহজে লাইভ চ্যাট সংযুক্ত করতে পারেন সে ব্যপারে আলোচনা করবো। প্রথমেই ধন্যবাদ গুগলকে। কারণ গুগলের চ্যাট ব্যবহার করে আপনারা আপনাদের ওয়েব সাইটে লাইভ চ্যাট সংযুক্ত করতে পারবেন। তাই যাদের গুগলের মেইলে একাউন্ট নাই তারা প্রথমে একটা একাউন্ট খুলে নেন। একাউন্ট খোলার জন্য এখানে http://mail.google.com/ ক্লিক করুন । আর যদি আপনাদের একাউন্ট থাকে তাহলে নতুন করে খোলার দরকার নাই।
....................
গুগল টক চ্যাটব্যক :
....................
এখন আমরা গুগলের টক চ্যাটব্যক ব্যবহার করবো। ব্যবহার করার জন্য প্রথমে এখানে http://www.google.com/talk/service/badge/New ক্লিক করুন এবং আপনার গুগলের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগিন করুন। লগিন করার পর আপনি নিচের মত একটা পেজ দেখতে পাবেন।


উপরের ছবির বর্ণণা :

(১) আপনার সাইটে চ্যাট অপশন সংযুক্ত করলে এমন দেখতে পাবেন যদি আপনি আপনার জিমেইলে লগিন করে থাকেন।
(২) চ্যাট বক্সের লিখা পরিবর্তন করতে চাইলে Edit এ ক্লিক করতে হবে।
(৩) এটা হলো HTML কোড যেটা আপনার সাইটে বসাতে হবে ।

চ্যাট বক্সের লিখা পরিবর্তন :

আপনি যদি চ্যাট বক্সের লিখা পরিবর্তন করতে চান তাহলে Edit এ ক্লিক করুন। ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন।

* এবার আপনি যদি আপনার নাম পরিবর্তন করতে চান, “Your nickname” এর ভ্যালু পরিবর্তন করুন।
* আপনি “Style” থেকে আপনার চ্যাট বক্সের ডিজাইন পরিবর্তন করতে পারবেন ।
* আপনি যদি আপনার গুগল চ্যাটের Status দেখাতে চান, “Show your status message” এ ক্লিক করে চেক করে দিন।
* আপনি যদি আপনার মনের মত নিজের লিখা দেখাতে চান তাহলে “Title (optional)” এর ভ্যালু পরিবর্তন করুন।
* সব পরিবর্তন করে “Update badge” এ ক্লিক করুন।

সর্বশেষ কাজ হলো HTML কোড আপনার সাইটের সংযুক্ত করা। আপনি চ্যাট বক্সটা যেখানে দেখাতে চান, HTML কোড কপি করে আপনার সাইটের ফাইলে সে জাইগাই সংযুক্ত করুন। ব্যস !!!!!

এবার আপনার সাইট ভিজিট করে দেখেন আপনার সাইটে আপনি যেখানে HTML কোড বসিয়েছেন সেখানে চ্যাট বক্স দেখতে পাবেন । যেমন আমার সাইটে নিচের মত দেখতে পাবেন। আমি অবশ্য বাংলাতে টাইটেল দিয়েছি :) ।

এখন আপনি আপনার জিমেইলে লগিন করেন ওয়েব ব্রাউজার দিয়ে অথবা গুগল চ্যাট দিয়ে লগিন করে থাকেন। আপনার ওয়েব সাইট ভিজিটররা এখন থেকে আপনার সাইট থেকে লগিন না করে আপনার সাথে আপনার জিমেইলে চ্যাট করতে পারবে খুব সহজেই।

আশা করি আপনারা আপনাদের সাইটে ভাল ভাবে লাইভ চ্যাট সংযুক্ত করতে পারবেন । যদি কোন সমস্যা হয়, তাহলে আমাকে জানাবেন। আমি সমাধান দেয়ার জন্য চেষ্ঠা করবো ।

যদি আপনাদের ভালো লাগে তাহলে ধন্যবাদ দিয়ে আমাকে উৎসাহিত করবেন।

0 Response to "আপনার ব্লগ অথবা ওয়েব সাইটে লাইভ চ্যাট সংযুক্ত করুন"

একটি মন্তব্য পোস্ট করুন