windows xpর CD/DVD driveএর context menuতে ‘Insert’ অপশন যোগ করা
পোস্ট করেছেন Md.Kawsar , বুধবার, ১০ মার্চ, ২০১০ ৪:৪৩:০০ PM
উইন্ডোজ এক্সপি তে default ভাবে ’Eject’ অপশন CD/DVD driveএর context menuতে দেয়া থাকে।যাতে ক্লিক করলে CD/DVD ট্রে বের হয়ে আসে।কিন্তু ’Insert’ অপশন দেয়া থাকে না এটা আমরা manually যোগ করতে পারি।এই একটা অপশন যোগ করতে পারলে আমরা CD/DVD ট্রে হাত এর সাহায্য ছাড়া খুলতে পারব।এজন্য আমাদের কে system32 folderএ একটি dll file call করতে হবে। 
টি download করে নিন।তারপর extract করেন। এখানে ২টি ফাইল থাকবে CDeject.dll and CDeject.reg । এখন procedure ফলো করেন- 1. CDeject.dll -> ফাইল টি copy করেন এই folder এ X:\windows\system32 (এখানে X operating system installation drive letter, mostly C:) 2. CDeject.reg -> ফাইল টিতে ডাবল ক্লিক করেন. একটি warning message দেখতে পাবেন, accept that and ক্লিক OK. এখন CD/DVD drive এর উপর mouse right বাটন ক্লিক করে দেখেন সেখানে ‘Insert’ অপশন যোগ হয়েছে। That’s it হা হা হা

একটি মন্তব্য পোস্ট করুন