Lock any Folder Without any Software

পোস্ট করেছেন Md.Kawsar , বুধবার, ১০ মার্চ, ২০১০ ৪:৪৩:০০ PM

আমরা অনেক ভাবে আমাদের পারসোনাল ফোল্ডার বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে লক করে রাখি। কিন্তু যদি কোন সফটওয়্যার ছাড়াই যিদ আমাদের পারসোনাল ফোল্ডার লক করতে পারি তাহলে কেমন হয়।
নোট প্যাড ওপেন করুন, নিচের কোড গুলো লিখুন-
ren games games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
সেভ দিয়ে, সেভ এচ টাইপে অল ফাইল সিলেক্ট করুন, ফাইলের নাম loc.bat লিখে সেভ করুণ।
ফাইলটি আপনার যে ড্রাইভের ফোল্ডার লক করবেন সেই ড্রাইবে নিয়ে যান। নোট প্যাডে যে ফোল্ডারটি লক করবেন games এর জায়গায় সে ফোল্ডারটির নাম লিখে দিন। লক.ব্যাট ফাইলটি ডাবল ক্লিক করলে আপনার ফোল্ডার টি কন্ট্রোল প্যানেলে পরিণত হবে।
আবার আনলক করবেন কিভাবে?
নোট প্যাড ওপেন করুন ren games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} games লিখে সেভ করুন। সেভ এচ টাইপ অল ফাইল দিয়ে key.bat নাম দিয়ে সেভ করুন। ফাইলটি ওপেন করলে আবার ফোল্ডারটি আনলক হবে।

0 Response to "Lock any Folder Without any Software"

একটি মন্তব্য পোস্ট করুন