দীর্ঘ বিরতীর পর সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। অনেক দিনের বোরিং কাটানোর জন্য আজ আমি শুধু মজা করার জন্য। আর সে কারণেই নিচে আমি আপনাদের জন্য ৫ টি প্রাঙ্ক কোড নিচে দেয়া হল। ভয় পেয়েন না। এটা কোন ক্ষতিকারক কিছু না। শুধু একবার পিসি রিস্ট্রাট দিলেই সব ওকে। তবে রান করার আগে সব প্রয়োজনীয় ডাটা সেভ করে নিয়েন।
সিডি /ডিভিডি রম বারবার খুলবে & বন্ধ হবে:
এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-
Set oWMP = CreateObject(”WMPlayer.OCX.7″)
Set colCDROMs = oWMP.cdromCollection
do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next
End If
wscript.sleep 5000
loop
এবার সেভ করুন “Anyname.VBS” নামে এবং চালু করে মজা দেখুন।
কম্পিউটারের Caps Lock বাটন বারবার অন-অফ হবে:
এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-
Set wshShell =wscript.CreateObject(”WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{CAPSLOCK}”
loop
এবার সেভ করুন “Anyname.VBS” নামে এবং চালু করে মজা দেখুন।
বিভিন্ন Message বারবার দেখাবে:
এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-
@ECHO off
:Begin
msg * Hi
msg * Are you having fun?
msg * Yes I am!
msg * Lets have fun together!
msg * Because you have been o-w-n-e-d
GOTO BEGIN
এবার সেভ করুন “Anyname.BAT” নামে এবং এর পর ফাইল টা চালু করে মজা দেখুন।
কম্পিউটারে শাট-ডাউন এর ম্যাসেজ দিবে এবং বন্ধ হয়ে যাবে:
এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-
@echo off
msg * I don’t like you
shutdown -c “Error! You are too stupid!” -s
এবার সেভ করুন “Anyname.BAT” নামে এবং চালু করে মজা দেখুন।
কীবোর্ডকে ইমুলেট করে বারবার “তুমি একটা বোকা” লিখা:
এর জন্য Notepad এ নিচের কোড টাইপ করুন-
Hack your friend’s keyboard and make him type “You are a fool” simultaneously:
Type :
Set wshShell = wscript.CreateObject(”WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “You are a fool.”
loop
এবার সেভ করুন “Anyname.VBS” নামে এবং চালু করে মজা দেখুন।
কেমন হলো সেটা জানিয়ে কমেন্ট করবেন আশা করি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন এই কামনায়,Kawsar
পোস্ট করেছেন
Md.Kawsar
২:৩৬:০০ AM
আমরা সবাই জানি যে, কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রিত হয় কন্ট্রোল প্যানেলের মাধ্যেম। সকল পিসির সকল সেটিংস কন্ট্রোল প্যানেলে থাকে।
আর আমাদের পিসি বলতেই পার্সোনাল কম্পিউটার, সুতরাং আমরা সকলেই চাই যে, আমার কম্পিউটারের কোন সেটিংস যে কেউ পরিবর্তন করতে না পারে। এটা মূলত দরকার পড়ে তখনি যখন আপনি আপনার পিসি অন্য কারো হাতে দিয়ে শান্তিতে থাকতে পারেন না। এই কারণেই কন্ট্রোল প্যানেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনি ইচ্ছা করলে লুকিয়ে রাখতে পারেন। অথবা প্রকাশ করতে পারেন।
আমি আজ আপনাদের দেখাব কিভাবে কন্ট্রোল রেজিস্ট্রি এডিট এর মাধ্যমে এই কাজটি করা যায়। এখান থেকে আপনি ইচ্ছেমতো কন্ট্রোল প্যানেলের বিভিন্ন আইটেমকে লুকিয়ে রাখার ব্যবস্থা করতে পারবেন। যেমন আপনি যদি নির্দ্দিষ্ট ব্যবহারকারীদের কাছ থেকে আপনার কম্পিউটারের ডিসপ্লে সেটিংসকে রুকিয়ে রাখতে চান, তাহলে আপনি এখান থেকে এমন ব্যবস্থা করতে পারবেন যে, কন্ট্রোল প্যানেলে Display সেটিংস আর দেখা যাবে না।

যেভাবে করবেন:
এরজন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে ওকে করে রেজিস্ট্রি এডিট ওপেন করুন। এবার রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER>Control Panel>don’t load এ প্রবেশ করুন। এখানে ডান পার্শ্বস্থ প্যানেলে desk.cpl নামে নতুন একটি স্ট্রিং (রাইট ক্লিক করে) তৈরি করুন এবং এর ভ্যালু হিসেবে No লিখুন। রিফ্রেশ দিয়ে দেখুন Display আর দেখা যাচ্ছে না।
এই পদ্ধতি ব্যবহার করে আপনি অন্যান্য আইটেমগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারেন। Display আইটেমটির জন্য desk.cpl নামটি ব্যবহার করতে হয়েছে। অন্যান্য আইটেমের জন্য নিম্নলিখিত নামগুলো ব্যবহার করুন। আর হ্যা উক্ত আইটেমটি যদি আবার প্রদর্শিত করতে চান তাহলে উপরের পদ্ধতির No এর জায়গায় শুধু মাত্র Yes করে দিন।
Accessibility Options – access.cpl
Add Hardware – hdwwiz.cpl
Add or Remove Programs – appwiz.cpl
Data Sources (ODBC) – odbccp32.cpl
Date and Time – timedate.cpl
Display – desk.cpl
Game Controllers – joy.cpl
Internet Options – inetcpl.cpl
Keyboard – main.cpl
Mail – mlcfg32.cpl
Mouse – main.cpl
Network Connections – ncpa.cpl
Phone and Modem Options – telephon.cpl
Power Options – powercfg.cpl
Regional and Language Options – intl.cpl
Scanners and Cameras – sticpl.cpl
Sounds and Audio Devices – mmsys.cpl
Speech – sapi.cpl
System – sysdm.cpl
User Accounts – nusrmgr.cpl
জানিনা টিউনটি আপনাদের কাজে আসবে কিনা, কাজে আসলে আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে ধন্য করবেন।
পোস্ট করেছেন
Md.Kawsar
২:২৮:০০ AM
আজ আমি যে বিষয় নিয়ে পোস্ট করব তা হলো ব্লগস্পট ব্লগে প্রতি পোস্টে এবং পেজে ভিজিটর কাউন্টার যোগ করা। আমরা সাধারনত দেখেছি ব্লগস্পট ব্লগে ভিজিটর কাউন্টার যোগ করা হয় যা সকল পোস্টে একই ভিজিটর কাউন্টার দেখানো হয় ।কিন্তু এই গেজেটির মাধ্যমে ব্লগস্পট ব্লগে প্রতি পোস্ট কতবার দেখা হলো তা দেখা যাবে।
যথারীতি গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ব্লগার.কম এ লগইন করুন।
• Style 1. ( With Icon ) code, আইকন যুক্ত
• Style 2. ( No Icon ) code, আইকন ছাড়া
এবার হলো মূল কাজ Ctrl + F অপশন ব্যবহার করুন